• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘পেশাগত দক্ষতার পাশাপাশি দেশপ্রেম জরুরি’


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০১৬, ০৮:৫৮ পিএম
‘পেশাগত দক্ষতার পাশাপাশি দেশপ্রেম জরুরি’

পেশাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তিজ্ঞান, নিষ্ঠা, নৈতিকতা ও দেশপ্রেম জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (২২ জুলাই) জনপ্রশাসন পদক প্রদান উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনপ্রশাসন পদক প্রবর্তনের ফলে জনপ্রশাসনে গতিশীলতা বৃদ্ধিসহ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতান্ত্রিক সরকার গৃহীত নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসন অত্যন্ত জরুরি।

রাষ্ট্রপতি বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর ও জনসম্পৃক্ত প্রশাসন, সুসংগঠিত ও মানসম্পন্ন সিভিল সার্ভিস এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সরকার নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। ই-গভর্নেন্স, দ্বিতীয় প্রজন্মের সিটিজেন চার্টার এবং দেশের প্রথম একক পাবলিক সার্ভিস আইন প্রণয়ন এই প্রয়াসেরই অংশ বলে তিনি উল্লেখ করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!