• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্যারিসে মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলন স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৬, ০৬:০৯ পিএম
প্যারিসে মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলন স্থগিত

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি প্রক্রিয়া বিষয়ক সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৩০ মে প্যারিসে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ফরাসি রেডিওকে গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নির্ধারিত ৩০ মে আসতে পারছেন না। তাই সম্মেলনটি পিছিয়ে গ্রীষ্মে করা হবে।

তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন আলোচনায় ফ্রান্সের দৃঢ় উদ্যোগ নেয়াটা গুরুত্বপূর্ণ। কারণ তা না হলে সেখানে হামলা, বসতি নির্মাণ চলতেই থাকবে।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, সম্ভাব্য বিকল্প তারিখ নিয়ে আমরা ফ্রান্সের সাথে আলোচনা করছি।

এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক আয়রালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফ্রান্সের শান্তি উদ্যোগ সম্পর্কে অবহিত করতে রোববার জেরুজালেম ও রামাল্লায় যান। তিনি ফিলিস্তিনের কাছ থেকে সমর্থন পেলেও ইসরাইল আপত্তি জানায়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!