• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাতারাই লুটপাট করেছেন ফারমার্স ব্যাংকে


সিলেট প্রতিনিধি ডিসেম্বর ২১, ২০১৭, ০৮:২৪ পিএম
প্রতিষ্ঠাতারাই লুটপাট করেছেন ফারমার্স ব্যাংকে

সিলেট: ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতারাই লুটপাট করে ব্যাংকটিকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকেলে সিলেটের ইসলামপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ৪৩তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মনজুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, ড. এ কে ওবায়দুল হক।

অর্থমন্ত্রী বলেন, ফারমার্স ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আছে, সংকট কাটাতে একটু সময় লাগবে। তিনি বলেন, আমাদের দেশে ব্যাংকের পতন হয় না। আমরা হতে দিই না।

প্রসঙ্গত, সম্প্রতি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেন। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন নগদ টাকার সংকটে কর্মকর্তা-কর্মচারিদের বেতন দিতেও পারছে না।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!