• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘প্রশ্ন ফাঁস’ মুন্সীগঞ্জে ১১৩ স্কুলে পরীক্ষা বন্ধ


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০১৭, ০৯:৪০ পিএম
‘প্রশ্ন ফাঁস’ মুন্সীগঞ্জে ১১৩ স্কুলে পরীক্ষা বন্ধ

মুন্সীগঞ্জ: জেলার সদরের ১১৩ প্রাথমকি বিদ্যালয়ে ‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, সোমবার (১১ ডিসেম্বর) রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে ওই প্রশ্ন কয়েকজন আমার ই-মেইলে পাঠায়। এজন্য আমি জেলা সদরের ১১৩টি স্কুলের পরীক্ষা বন্ধ করার নির্দেশ দেই।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, সোমবার (১১ ডিসেম্বর) রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় জেলা সদরের ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বাংলা পরীক্ষা স্থগিত রাখা হয়। তবে প্রথম শ্রেণির পরীক্ষা যথারীতি সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান, স্থগিত রাখা পরীক্ষা পরে নেয়া হবে। এছাড়া প্রশান ফাঁসের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডিএম শওকত আলম মজুমদারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!