• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩


হবিগঞ্জ প্রতিনিধি জুন ২৮, ২০১৭, ০৮:৪৩ পিএম
প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

বুধবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী সুজিয়া বেগম (৪৫), তার শিশু উমর আলী (১০) ও সিএনজি চালক তজুমুল ইসলাম (৩০)।

স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের নতুন বাজার এলাকায় গোপলার বাজারগামী সিএনজি অটোরিকশা ও ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মা-ছেলে  ও চালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!