• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফের দুই জেলেকে ধরে নিলো বিজিপি


কক্সবাজার প্রতিনিধি মার্চ ২৫, ২০১৭, ১০:০১ পিএম
ফের দুই জেলেকে ধরে নিলো বিজিপি

ফাইল ছবি

কক্সবাজার: জেলার টেকনাফের নাফ নদী থেকে আবারও বাংলাদেশী দুই জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নাফ নদীর ঘোলারচর মোহনা থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা ও নৌকার মালিক এখলাস মিয়ার ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৫), মাঝের পাড়ার মৃত আবদুল গনির ছেলে আবু তাহের (২৮)।

বিজিবি টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, জেলেদের স্বজনরা বিষয়টি তাকে জানিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি মিয়ানমারের বিজিপিকে অবহিত করে জেলেদের ফেরত দেয়ার দাবি জানানো হয়েছে। তবে বিজিপির পক্ষে জেলে ধরে নিয়ে যাওয়ার কথা এখনো স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত ৬ মাসে নাফনদী থেকে আরও ২৫ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয় বিজিবি লিখিত প্রতিবাদসহ ফেরত দেয়ার জন্য মিয়ানমারের বিজিপিকে অবহিত করা হলেও কার্যত কোন উদ্যোগ নেয়নি মিয়ানমার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!