• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে পাকিস্তানির প্রেমের ফাঁদে ৯ম শ্রেণীর ছাত্রী


রংপুর ব্যুরো জুন ২৮, ২০১৬, ১১:৩০ এএম
ফেসবুকে পাকিস্তানির প্রেমের ফাঁদে ৯ম শ্রেণীর ছাত্রী

ফেসবুকে ভিনদেশি পাকিস্তানির প্রেমের ফাঁদে পড়ে পাচার হওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ঢাকার ধামরাইর এক নবম শ্রেণির ছাত্রী। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড হতে ওই ছাত্রীটিকে উদ্ধার করে রংপুরের কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই গুম গ্রাম যাদবপুরের মোশারফ হোসেনের কন্যা নবম শ্রেণি এই ছাত্রীটির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় পাকিস্তানি নাগরিক রাফি খানের। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে রাফি খান মুক্তিকে পাকিস্তান চলে আসার প্রস্তাব দেয়।

রাফি খান ফেসবুকে জানায় রংপুরে সুমন নামে এক যুবক তাকে হিলি সীমান্ত দিয়ে ভারত হয়ে পাকিস্তান নিয়ে যাবে।  রাফি খানের প্রস্তাবে সারা দিয়ে সোমবার রাতে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। এ সময় সুমন তাকে হিলি সীমান্তে নিয়ে যাওয়ার জন্য জোর-জবরদস্তি করতে থাকে।

সন্দেহজনক এ বিষয়টি কোতয়ালী থানার এস আই তরিকুল ইসলামের নজরে এলে তিনি মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সুমনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, মেয়েটি জিজ্ঞাসাবাদ করে তার অভিভাবকে খবর দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!