• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফোনেও দুদকে অভিযোগ করা যাবে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০১৭, ০৪:২৮ পিএম
ফোনেও দুদকে অভিযোগ করা যাবে

ঢাকা: এখন থেকে ফোনেও অভিযোগ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্যে পরীক্ষামূলক ভাবে ‘১০৬’ নামে একটি হটলাইন চালু করেছে সংস্থাটি। আগামী ২৭ জুলাই থেকে বড় পরিসরে এ সেবাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

দুদকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে এই কল সেন্টার। মোট ৩২ সদস্যের একটি দল এতে কাজ করবে বলে জানা গেছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কল সেন্টারটি খোলা থাকবে।

দুদকের সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, জনগণকে লেখার জন্যে যাতে কষ্ট না করতে হয়, কাগজ কলম খরচ না করতে হয়, তাদের যেই মুহূর্তে সময় হবে সেই মুহূর্তেই আমাদেরকে দুর্নীতির ব্যপারে তথ্য জানাতে পারে সে জন্যে আমরা এ হট লাইন চালু করেছি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!