• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বনশ্রীতে গৃহকর্মী হত্যা, বাড়ির মালিকসহ দুজন রিমান্ডে


আদালত প্রতিবেদক আগস্ট ৫, ২০১৭, ০৬:৪৬ পিএম
বনশ্রীতে গৃহকর্মী হত্যা, বাড়ির মালিকসহ দুজন রিমান্ডে

ঢাকা: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলি বেগম (২৫) হত্যা মামলায় বাড়ির মালিক মুন্সী মঈনউদ্দিন ও দারোয়ান তোফাজ্জল হোসেন টিটুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী রিমান্ড মঞ্জুর করেন।

খিলগাঁও থানার পুলিশ আজ আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ ছাড়া গ্রেপ্তার গৃহকর্ত্রী শাহনাজকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে লাইলির স্বামী নজরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে গৃহকর্ত্রী শাহনাজসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শনিবার ভোরে বনশ্রীর ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে গৃহকর্ত্রী শাহনাজকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার বিক্ষোভ চলাকালে বাকি দুজনকে আটক করা হয়।

জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে মঈনউদ্দিনের বাসায় কাজ করতে গেলে তাঁর ঘর থেকে লাইলি বেগমের লাশ উদ্ধার করা হয়। লাইলিকে ‘হত্যা’ করা হয়েছে- দাবি করে বনশ্রীর বাসিন্দারা ওই বাড়িতে হামলা চালায়, ইটপাটকেল ছোড়ে এবং একটি গাড়িতে আগুন দেয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!