• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ড লেনদেনে উদ্যোগী হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০১৭, ০৫:১৪ পিএম
বন্ড লেনদেনে উদ্যোগী হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঢাকা: সকল ধরনের বন্ড লেনদেন করতে চায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেন চালু সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন ডিএসইর পরিচালনা পরিষদ।

মঙ্গলবার (৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, বাংলাদেশে এখনো দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়। দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী অর্থায়নের যোগান দিতে পারে বন্ড মার্কেট। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস হিসেবে তৈরি করা সম্ভব।

তাই বন্ড লেনদেন করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন ডিএসইর পরিচালনা পরিষদ। এসময় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর অতিদ্রুত ডিএসইতে বন্ডের লেনদেন চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি পুঁজিবাজার উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সরকারী ট্রেজারী বন্ডের তালিকাভুক্তি শুরু হয়। বর্তমানে ডিএসইতে ২২১ টি তালিকাভুক্ত ট্রেজারি বন্ড রয়েছে। যার বাজার মূলধন প্রায় ৫৪৯ বিলিয়ন টাকা।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী ও মনিরুজ্জামান। ডিএসই’র প্রতিনিধি দলে ছিলেন পরিচালক মিসেস মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক ড. এম কায়কোবাদ, অধ্যাপক ড. মোঃ মাসুুদুর রহমান, রকিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসূল এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!