• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার


যশোর প্রতিনিধি এপ্রিল ২০, ২০১৭, ১২:২৩ পিএম
‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

যশোর: জেলার কেশবপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস হোসেন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে কেশবপুর উপজেলার চার রাস্তার মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।

নিহত ডাকাত ইউনুস হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

কেশবপুর থানার এসআই রকিব হোসেন মুঠোফোনে জানান, বুধবার মধ্যরাতে খবর আসে কেশবপুরের দেউলি চার রাস্তার মোড়ে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।

এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। একইসাথে ১টি সার্টারগান ও ২টি রামদা উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ সনাক্ত করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!