• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরগুনা জেলা বিএনপি নেতার মামলা হাইকোর্টে স্থগিত


আদালত প্রতিবেদক নভেম্বর ২৬, ২০১৭, ০২:৩৯ পিএম
বরগুনা জেলা বিএনপি নেতার মামলা হাইকোর্টে স্থগিত

ঢাকা: বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামসহ ১০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ২টি মামলার কার‌্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা দুটি বাতিল চেয়ে করা এক আবেদনের শুনানী করে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইঠুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীল হোসেন লিওন।

এ মামলা দুটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে। পরে আদালত থেকে বেরিয়ে অ্যাডভোকেট সগীর হোসেন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের সময় বরগুনা আসন-১ আসনের দুইটি ভোট কেন্দ্রে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বরগুনা সদর থানায় দুটি মামলা করে পুলিশ। মামলাটি বরগুনা-১ আসনের বিশেষ ট্রাইব্যুনালে সাক্ষী গ্রহণ পর্যায়ে রয়েছে।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!