• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ষপূর্তিতে টিএসসিতে ‘গানকবি’


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৭, ২০১৭, ০১:২৫ পিএম
বর্ষপূর্তিতে টিএসসিতে ‘গানকবি’

ঢাকা: বাংলা গানের শ্রোতানন্দিত ব্যান্ড ‘গানকবি’র ১ বছর পুর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বাংলা গানের উৎসব’। আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে ৫.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সুইমিং পুলের উন্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

বাংলা গানকে পরম মমতায় কন্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। ৫ জন তরুণ শিল্পীর স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা পাওয়া এই ব্যান্ড মাত্র ১ বছরের পথচলায় হয়ে উঠেছে বাংলা লোকজ গানের স্বপ্নসারথী। প্রায় অর্ধশত মঞ্চ ও রেডিও-টেলিভিশন প্রোগ্রামে সফল পরিবেশনার মাধ্যমে এরই মধ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে গানকবি। এই গানের দলের ৫ জন সদস্য-  সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক এবং আবির।

বাংলা সংস্কৃতিকে দুরে ঠেলে দিয়ে যারা ভিনদেশী গান নিয়ে মেতে থাকছে, তাদের বিরুদ্ধে গানকবির অভিনব লড়াই। গান ও কথার মিশেলে অনবদ্য নানা পরিবেশনায় তাঁরা শ্রোতাদের আহ্বান জানায় বাংলা গান শুনবার জন্য। দেশি ও বিদেশি বিভিন্ন আকর্ষণীয় এবং ব্যতিক্রমী ইন্সট্রুমেন্টের ব্যবহার গানকবিকে দিয়েছে নিজস্ব পরিচয়।

এ উৎসবে গানকবি তাদের কয়েকটি মৌলিক গানসহ প্রায় ২০টি গান পরিবেশন করবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!