• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বস্তার ভেতরে ১১ লাখ ইয়াবা!


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৪:১৩ পিএম
বস্তার ভেতরে ১১ লাখ ইয়াবা!

ফাইল ফটো

কক্সবাজার: মিয়ানমার থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ থেকে পাঁচটি বস্তা থেকে ১১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলবর্তী খুরেরমুখ এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে খুরেরমুখ শ্মশানঘাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরের দিকে মিয়ানমার থেকে আসা একটি নৌকা কূলের কাছাকাছি এলে বস্তা মাথায় নিয়ে তিনজন লোক দ্রুত নেমে পড়ে।

পরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক অতিক্রম করে ওই তিনজন জনবসতি এলাকায় প্রবেশের সময় তাদের থামতে নির্দেশ দেয় বিজিবি। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে পাঁচটি বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

তিনি আরো জানান, উদ্ধার করা বস্তাগুলো থেকে ১১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৩৩ কোটি ৬০ লাখ টাকা।

উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!