• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্পন্ন


অর্থনৈতিক রিপোর্ট ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০২:২০ পিএম
বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্পন্ন

ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সম্পন্ন হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। বাংলাদেশ রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমএ আজিজ ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। 

উল্লেখ্য, ১৩ জানুয়ারি ২০১৭ শুরু হওয়া অলিম্পিয়াডে সারা দেশে ৬টি বিভাগীয় শহরে ৯টি কেন্দ্রে প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। 

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!