• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পাল্টা জবাব দিতে পারে : হেরাথ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২০, ২০১৭, ১১:০২ এএম
বাংলাদেশ পাল্টা জবাব দিতে পারে : হেরাথ

ঢাকা: দিন বদলেছে। এক সময় চাপে পড়লে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারত না। এখন সেই সময় নেই। গল টেস্টে বড় হারের পরও মুশফিকুর রহীমের দল কলম্বোতে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের কাছ থেকে ৪ উইকেটের জয় ছিনিয়ে এনেছে। ম্যাচ শেষে বাস্তব সত্যটা উপলব্ধি করেছেন বিপক্ষ অধিনায়ক রঙ্গনা হেরাথও। তিনি বলেন,‘ এক সময় মনে হয়েছে ওদের আটকাতে পারব।  তিন স্পিনার নিয়ে আমি আত্মবিশ্বাসি ছিলাম। দ্রুত ২ উইকেট তুলেও নিয়েছিলাম। তবে লাঞ্চের পর তারা আক্রমণাত্মক খেলেছে। আমাদের কাছ থেকে ম্যাচটা কেড়ে নিয়ে গেছে।’

বাংলাদেশ যে চাপে পড়লে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে এদিন সেটাও স্বীকার করে নিয়েছেন হেরাথ। তার ভাষায়,‘ বাংলাদেশ দল প্রচুর উন্নতি করেছে। আগে তারা জুটি গড়লে চাপটা ঠিকঠাক নিতে পারত না। এখন তারা আমাদের পরিকল্পনার পাল্টা জবাব দিতে পারে। বুদ্ধি খাটিয়ে খেলে।’

কাকতালীয়ভাবে ১৯ মার্চ ছিল হেরাথের জন্মদিন। এমন দিনে হেরে যাওয়া কার ভালো লাগবে? হেরাথেরও লাগেনি। তিনি বলেন,‘ আমি আগেই বলেছিলাম এই সিরিজ চ্যালেঞ্জিং হবে। দুই দলই সমান শক্তির। গলে পাঁচশ’র (প্রথম ইনিংসে) কাছাকাছি রান করায় আমাদের ভালো সুযোগ তৈরি হয়েছিল। এখানে সেটা হয়নি। ওরা ভালো খেলেই জিতেছে।’

টেস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কা আগের লড়াইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে এক তরফা। এবার প্রথমবার তারা বাংলাদেশের কাছে হারল। অধিনায়ক হিসেবে হারলেন হেরাথ। তবে এই পরাজয়কে সহজভাবেই নিচ্ছেন লঙ্কান অধিনায়ক। পুরনো অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,‘ খেলায় উত্থান-পতন থাকবেই। আমি শ্রীলঙ্কার দুটি বিশ্বকাপ দলে ছিলাম। দু’বার আমরা ফাইনালে গিয়েও হেরেছি। এটা খেলারই অংশ।’

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!