• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশ-লেবানন ম্যাচ কাতারে


স্পোর্টস ডেস্ক এপ্রিল ২৫, ২০২৪, ০৮:২৭ পিএম
বাংলাদেশ-লেবানন ম্যাচ কাতারে

ঢাকা: ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এবং লেবাননের ফিরতি ম্যাচটি কাতারে অনুষ্ঠিত হবে বলে বাফুফে জানিয়েছে। আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় এই ম্যাচ হবে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। লেবানন ও ফিলিস্তিন দুই দেশই অভ্যন্তরীণ সমস্যার জন্য হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়। বাংলাদেশ মার্চ উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছে কুয়েতে। এখন জুন উইন্ডোতে লেবাননের ম্যাচ খেলবে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশে বাংলাদেশের একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।  

মার্চ উইন্ডোতে কোচ হাভিয়ের কাবরেরা বাংলাদেশ দলকে সৌদি আরবে দুই সপ্তাহের বেশি অনুশীলন করিয়েছিলেন। জুন উইন্ডোর আগে বড় সময় অনুশীলন করানোর সুযোগ পাবেন না। কারণ প্রিমিয়ার লিগ চলবে ২৯ মে পর্যন্ত। এর পরই মূলত জাতীয় দলের ক্যাম্প শুরু করতে পারবেন কোচ। 

আইএ 

Wordbridge School
Link copied!