• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পাটপণ্য যাচ্ছে ১১৮ দেশে


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০১৭, ০৯:৩৯ পিএম
বাংলাদেশের পাটপণ্য যাচ্ছে ১১৮ দেশে

ঢাকা: বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক। আজ বুধবার (৩১ মে) জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রপ্তানি হওয়া পাটপণ্যগুলো হলো- মিনারেল ওয়েল ট্রিটেড অয়েলট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, হল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ভেজিটেবল অয়েলট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সূতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে বিজেএমসি’র পাটকলগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৬২ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা বিগত অর্থ বছরের তুলনায় ৭ হাজার ৭১৮ মেট্রিক টন কম বলেও জানান মন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!