• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বালিয়াডাঙ্গী বিএনপির সভাপতি রাজিউর, সম্পাদক মাহবুব


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি এপ্রিল ২৮, ২০১৭, ০৯:৪৮ এএম
বালিয়াডাঙ্গী বিএনপির সভাপতি রাজিউর, সম্পাদক মাহবুব

ঠাকুরগাঁও: জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোটদানের মধ্যেদিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিএনপির এ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে রাজিউর রহমান চৌধুরী ২৮০ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সৈয়দ আলম ২৭০ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারন সম্পাদক পদে ড.টি.এম. মাহবুবর রহমান ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আবু হায়াত নুরুন্নবী ২৩০ ভোট পেয়ে পরাজিত হন।

সাংগঠনকি সম্পাদক ২টি পদের খোরশদ আলম ৩৬৬ ভোট ও অ্যাডভোকেট আবেদুর রহমান ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মামুন আক্তার সবুর ৩২৬ ভোট পেয়ে পরাজিত হন।
 
উপজেলার ৮টি ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলররা ভোট প্রদান করনে। মোট ৫৬৮ জন ভোটরের মধ্যে ৫৫৮ জন ভোটার গোপন ব্যাল্টের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করনে। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির আহবায়ক ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈয়মুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনায় ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈয়মুর রহমান, জেলা বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান ফেরদৌস নর্ম চৌধুরী, আল মামুন, ওবায়দুল্লাহ মাসুদ, সরিফুল ইসলাম শরীফ, রুহিয়া থানা বিএনপি আহবায়ক, আনসারুল ইসলাম, মোমিনুল হক বাবু, ঠাকুরগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনানসহ জেলার শীর্ষ নেতারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!