• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়েকে লাল কার্ড


মেহেরপুর প্রতিনিধি নভেম্বর ১৮, ২০১৭, ০৭:০৪ পিএম
বাল্যবিয়েকে লাল কার্ড

মেহেরপুর: বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। ১৮ বছর আগে বিয়ে না করার শপথ নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধের ঘোষণা দেয় তারা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার কাছে শপথ নেন ছাত্রীরা।

বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘সমাজে যখন ব্যাধি আসে, তখন পীরের গায়েও লাগে’। বাল্য বিবাহের কারণে একজন মেয়ের সুন্দর ভবিষ্যতের অপমৃত্যু হচ্ছে। শিশু বয়সে যারা মা হচ্ছে তাদের পরিবারে অশান্তি পিছু ছাড়ছে না। তাই শিশুদের বিপদের দিকে ঠেলে না দিয়ে লেখাপাড়া শেখানোর তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল।

প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে জেলার প্রতিটি বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক ১০ জনকে জেলা প্রশাসক ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ নামের পরিচয়পত্র প্রদান করেছেন। যারা বিদ্যালয়ভিত্তিক বাল্য বিবাহ প্রতিরোধী দল হিসেবে কাজ করছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!