• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির অবস্থান কর্মসূচি আজ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০১৭, ০৯:২৯ এএম
বিএনপির অবস্থান কর্মসূচি আজ

ফাইল ছবি

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত ‘অবস্থান কর্মসূচি’ আজ বৃহস্পতিবার (০২ মার্চ) পালন করবে বিএনপি। রাজধানীসহ সারাদেশে দুই ঘণ্টার এ কর্মসূচি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পালন করা হবে।

দলের কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচিটি পালিত হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। বুধবার (১ মার্চ) বিএনপির তরফে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ সময় রিজভী বলেন, ‘এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি হল, এটা সরকার জনগণের পকেট কেটে টাকা তুলে নেবে। গণবিরোধী সরকারের এই সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। তাই সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি দুই ঘণ্টার এই অবস্থান ‘প্রতিবাদ কর্মসূচি’ পালন করবে।’ রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি কোথায় পালিত হবে- তা আজ বুধবার গণমাধ্যমকে জানানো হবে বলে জানান এই বিএনপি নেতা।

এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকায় বামদলগুলোর অর্ধদিবসের হরতাল কর্মসূচির পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী হরতাল পালনকারীদের ওপর পুলিশি নির্যাতন ও টিয়ারগ্যাস নিক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ডাকা আজকের হরতালে শাহবাগে পুলিশ জলকামানের গরম পানি নিক্ষেপ, বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এর ফলে হরতাল সমর্থকরা আহত হয়েছেন। আর এটা প্রমাণ করে, জনস্বার্থ সমর্থিত কোনো প্রতিবাদ সরকার সহ্য করতে পারে না। আমি বিএনপির পক্ষ থেকে পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ‘অবস্থান কর্মসূচি’ ঘোষণার সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই সরকার ৫ গুণ গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের মূল্য বাড়লে জনগণ কতটুকু কষ্ট পাবে, ব্যবসা-বাণিজ্য-শিল্প কতটুকু প্রভাব পড়বে, এটা সরকার বিবেচনা করেনি। কারণ এই গণবিরোধী সরকার, ভোটারবিহীন সরকারের এটা বিবেচনা করতে হয় না। তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য প্রভুদের খুশি রাখতে পারলেই তাদের টিকে থাকাটা নিশ্চিত হয়। আর জনগণের ওপরে যত ধরনের নিপীড়ন করা যায়, শোষণ করা যায়, সেটা তারা করছে।’ রিজভী বলেন, সমাজের কোনো অংশের কথা পাত্তা না দিয়ে, সরকারের একতরফাভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে তাচ্ছিল্য করারই শামীল। সত্যিকার অর্থে সরকার লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে বলে এখন তারা বোবা-কালা হয়ে গেছে। এখন জনগণের কোনো দাবি তাদের কান দিয়ে ঢুকছে না।

২০ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক আজ : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও জোটের সমন্বয়কারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!