• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএস জুট মিলে আগুন


ফরিদপুর প্রতিনিধি মার্চ ৩০, ২০১৭, ০৬:৪৩ পিএম
বিএস জুট মিলে আগুন

ফরিদপুর: জেলার সদর উপজেলার বিএস জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে ফরিদপুর-দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত বিএস জুট মিলে অগ্নিকাণ্ডে প্রায় ২২ হাজার ৭শ’ মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, বৃহস্পতবার বেলা ২টার দিকে বিএস জুট মিলের ১ নম্বর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফরিদপুর, রাজবাড়ি ও ভাঙ্গা হতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা পর বেলা ৩টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয় সে ব্যাপারে নির্দিষ্ট করে জানাতে পারেননি।

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিকেল ৪টার দিকেও গুদাম হতে ধোয়া বের হচ্ছিল। শ্রমিকরা গুদাম হতে পাট বাইরে রাখছিল।

বিএস জুট মিলের জেনারেল ম্যানেজার গোলাম দস্তগির জানান, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকাল হতে মিল চালু ছিল। এ অবস্থায দুপুর ২টার দিকে ১ নম্বর গুদাম হতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। আগুন নেভাতে গিয়ে পাশের গুদামের পাট ভিজে নষ্ট হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়ার মালিকানাধীন বিএস জুট মিলটি ফরিদপুর-দৌলতদিয়া মহাসড়কের পাশে শিবরামপুর গ্রামে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১২শ’ শ্রমিক মিলটিতে কাজ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!