• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেলুনে গ্যাস ভরানোর সময় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত


খাগড়ছড়ি প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০১৬, ১২:০২ পিএম
বেলুনে গ্যাস ভরানোর সময় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত

খাগড়াছড়ি: বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- পুলিশ সদস্য মো. শাহীন, মো. ইসমাইল, মাটিরাঙ্গা ভূমি অফিসের বিরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলেন্ডার মালিক তুলসি রানী ঘোষ ও শিশু পল্লব চৌধুরী। এদের মধ্যে পুলিশ সদস্যসহ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতীয় দিবসের অনুষ্ঠানে উড়ানোর জন্যে বেলুনে গ্যাস ভরানো হচ্ছিল। আকস্মিকভাবে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তারা আহত হয়।

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী হাসপাতালে আহদের দেখতে যান এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!