• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে পাচারকালে ঝিনাইদহে ৭ কিশোর উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১০:৫০ পিএম
ভারতে পাচারকালে ঝিনাইদহে ৭ কিশোর উদ্ধার

উদ্ধার কিশোররা

ঝিনাইদহ: চাকরির প্রলোভনে ভারতের তালিমনাড়ুতে পাচারের সময় ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে ৭ কিশোরকে উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় আয়ুব হোসেন নামের এক পাচারকারিকে আটক করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার কিশোররা হলো- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রামের হজরত আলীর ছেলে হাফিজুর রহমান (১৫), ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (১৫), মিজানুর রহমানের ছেলে রজব আলী (১৪), লুৎফর রহমানের ছেলে মামুন হোসেন (১৪), তসলিম উদ্দিনের ছেলে রনি হোসেন (১৮), আফাজ উদ্দীনের ছেলে আকাশ হোসেন (১৪), ও শাজাহানপুর উপজেলার থানার পারতেখুর গ্রামের ইনসান আলীর ছেলে রনি হোসেন (২০)।

আটক আইয়ুব হোসেন বাড়ি নন্দীগ্রাম উপজেলায়।

ঝিনাইদহ সি আই ডি পুলিশের ইন্সপেষ্টর আমিনুল ইসলাম জানান, চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বগুড়া থেকে বেনাপোল বর্ডার দিয়ে ভারতের তামিলনাড়ুতে পাচার করার জন্য ৭ কিশোরকে বিআরটিসি বাসযোগে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বগুড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ৭ কিশোরকে উদ্ধার করা হয় এবং আটক করা হয় আইয়ুব হোসেন নামের এক মানব পাচারকারীকে।

উদ্ধার কিশোরদের শনিবার (২৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!