• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ৫ বছর পর আবারো পোলিওর আবির্ভাব


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৫, ২০১৬, ০৮:৪৩ পিএম
ভারতে ৫ বছর পর আবারো পোলিওর আবির্ভাব

ভারতে পাঁচ বছর পর পুনরায় পোলিও ভাইরাসের আবির্ভাব ঘটেছে। এর ফলে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা কর্তৃপক্ষ রাজ্যটির রাজধানী হায়দ্রাবাদে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
 
সম্প্রতি হায়দরাবাদের আম্বেরপেত এলাকার একটি নালার পানির নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য সচিব রাজেশ্বর তিওয়ারী গণমাধ্যমকে বলেন, তেলেঙ্গানার আম্বেরপেতের সুয়ারেজের পানির নমুনা ল্যাবে পরীক্ষা শেষে ভাইরাসটির (টাইপ-২) অস্তিত্ব পাওয়া গেছে।
 
২০১১ সাল থেকে ভারত পোলিও-মুক্ত দেশ হিসেবে পরিচিত। রাজ্য সরকার জানিয়েছে, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। যদিও তারা ৩ লাখ শিশুকে প্রতিষেধক দেয়ার জন্য জেনেভা থেকে দুই লাখ টিকা আনছে। তিওয়ারী আরো বলেন, সরকার এই রোগের প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পোলিও বিরোধী ব্যাপক অভিযান শুরুর পরিকল্পনা করছে। সিনহুয়া।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!