• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল খুলছে আজ


খুলনা প্রতিনিধি অক্টোবর ২৭, ২০১৬, ১০:২৬ এএম
মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল খুলছে আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলটি উন্মুক্ত ঘোষণা করবেন। পরপর প্রধানমন্ত্রী বিআইডব্লিউটিএ’র জন্য সরকারের নিজস্ব অর্থায়নে দেশের বেসরকারি শিপইয়ার্ডে নির্মিত ১১টি ড্রেজার ও মংলা অত্যাধুনিক সাইলোর (খাদ্য গুদাম) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের অপরপ্রান্ত বাগেরহাটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকসহ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক নৌ প্রটোকলভুক্ত বাগেরহাটের মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা ফলে ওয়ার্ল্ড হ্যারিটেজ সংরক্ষিত সুন্দরবনের মধ্য দিয়ে সব ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হবে। রক্ষা পাবে সুন্দরবনের জীববৈচিত্র্য-প্রাণ প্রকৃতি। বাগেরহাটের জেলা প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!