• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ


রংপুর প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০১৭, ০৫:০৭ পিএম
মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ

রংপুর: দিনমজুরসহ কর্মক্ষেত্রে সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আর্মি রেটে রেশন চালু, আলু, সার, ডিজেলের দাম কমানোসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। বুধবার (১৮ জানুয়ারী) দুপুর সাড়ে বারোটায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে একটি মিছিলটি মহানগরীর প্রধান প্রধান  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন সমাবেশে মিলিত হন তারা।

এসময় সমাবেশ থেকে প্রচলিত মজুরি বৈষম্য রোধসহ শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের মজুরি মূল্যায়ন, আর্মি পদ্ধতিতে রেশন চালুসহ কৃষকের প্রয়োজনীয় সার, ডিজেল, আলুন দাম কমানোর কমানোসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাসদের জেলা সমন্বয়ক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কমরেড আব্দুল কুদ্দুস, কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক অমল সরকার প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!