• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনুষত্ববোধ সৃষ্টির জন্যই রমজান: শিল্পমন্ত্রী


ঝালকাঠি প্রতিনিধি জুন ২৪, ২০১৭, ১১:১২ এএম
মনুষত্ববোধ সৃষ্টির জন্যই রমজান: শিল্পমন্ত্রী

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, রমজান মাসকে আল্লাহ তায়ালা আমাদের মাঝে উপহার স্বরুপ দান করেছেন। যাতে এ মাস থেকে প্রকৃতভাবে ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত হতে পারে। মুসলমান হিসেবে সার্বিকভাবে মানুষকে মানুষত্ববোধ সৃষ্টির জন্যই এ মাসকে দিয়েছেন। 

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, জেলা বনিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলমদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক নোমানী।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!