• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মহিউদ্দিন ভাইয়ের ছেলের মতো নাছির’


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এপ্রিল ২৯, ২০১৭, ০৭:০৬ পিএম
‘মহিউদ্দিন ভাইয়ের ছেলের মতো নাছির’

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলের মতো বলে উল্লেখ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহিউদ্দিনের সঙ্গে নাছিরের বিরোধ মিটিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা অসাধ্য সাধন করেছেন।’

পত্রিকার পাতায় দুই নেতার হাস্যোজ্জ্বল ছবি দেখে দলীয় প্রধানের চোখেমুখে হাসি ছড়িয়ে পড়ার ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেদিন বঙ্গবন্ধুকন্যা ভুটানে যাচ্ছিলেন। ঢাকা বিমানবন্দরে পত্রিকার পাতায় আপনাদের দুজনের পাশাপাশি হাস্যোজ্জ্বল ছবি দেখে নেত্রীর চোখেমুখে যে হাসি ছিল, সেটা অকুণ্ঠ মনোযোগে আমি লক্ষ করেছি। চট্টগ্রাম ভালো থাকলে আমরা ভালো থাকি। চট্টগ্রাম ঐক্যবদ্ধ থাকলে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকার চিন্তা করে।’

শনিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের দুই নেতার উপস্থিতিতে এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আজকে চট্টগ্রাম বিভাগের মুরব্বি মহিউদ্দিন ভাই, যারে আমি মুরব্বি মনে করি। দলকে আপনারা ঐক্যবদ্ধ রাখেন, শৃঙ্খলায় রাখেন। এটা আপনাদের কাছে কামনা করি। আওয়ামী লীগকে সুসংগঠিত দল হিসেবে গড়ে তোলেন।’

চট্টগ্রামের শীর্ষ দুই নেতার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, যা হওয়ার হয়ে গেছে। সামনে আর বিভেদের দিকে যেতে চাই না। আমি তো নাছিরকে বলি, তিনি (নাছির) মহিউদ্দিন ভাইয়ের ছেলের মতো। নাছির ভুল করলে আপনি (মহিউদ্দিন) ঘরে নিয়ে শাসন করবেন। সেই অধিকার আপনার আছে। কিন্তু আমরা এভাবে ঘরের কথা পরকে বলতে পারি? কেউ না। কেউ ধৈর্য ধরতে পারেনি। এই ধৈর্য ধরা উচিত ছিল।’

চাটুকারদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আমি মন্ত্রী, খারাপ কাজ করি না। কিন্তু আমার আশপাশের লোকেরা খারাপ কাজ করলে দায় আমাকে নিতে হবে।’

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!