• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরা মাতালো অ্যাক্রোবেটিক সদস্যরা


মাগুরা প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০৭:০৬ পিএম
মাগুরা মাতালো অ্যাক্রোবেটিক সদস্যরা

মাগুরা: মাগুরার মানুষের মন মাতিয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক সদস্যরা। তাদের মনোমুগ্ধকর বিভিন্ন খেলা তন্ময় হয়ে উপভোগ করে কয়েক হাজার দর্শক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ অ্যাক্রোবেটিক শো ও  নৃত্য পরিবেশন করে।

অ্যাক্রোবেটিক শো উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ  সুপার মো. তারিকুল  ইসলাম ও পৌর মেয়র  খুরশিদ  হায়দার  টুটুল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ প্রমূখ।

অ্যাক্রোবেটিক দল ব্রিকস্টিক, ব্যাম্বো রাউন্ড, চেয়ার সেটিং, ব্যারেল ব্যালেন্সসহ রিং জ্যাম্প প্রর্দশন করে।

বাংলাদেশ  শিল্পকলা  একাডেমির এ অ্যাক্রোবেটিক দল দেশব্যাপী প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় মাগুরায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ২৫৩ তম শো পরিবেশন করে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল  নৃত্যশিল্পীরা  বিভিন্ন গানের সঙ্গে নৃত্য প্রদর্শনের মাধ্যমে মাগুরার দর্শকদের মন জয় করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!