• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাজারের খাদেম হত্যায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ড


রংপুর ব্যুরো মার্চ ১৮, ২০১৮, ০১:১৪ পিএম
মাজারের খাদেম হত্যায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ড

ফাইল ছবি

রংপুর: জেলার কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির ৭ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় আরো ৬ জনকে খালাস প্রদান করা হয়। 

রোববার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এর আগে গত ৪ মার্চ বাদী ও আসামি পক্ষের যুক্তি শোনার পর রায়ের তারিখ ঘোষণা করেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, পল্লী চিকিৎসক ও মাজারের খাদেম রহমত আলী বাজার থেকে বাসায় ফেরার পথে চৈতার মোড় নামক স্থানে তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!