• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৬, ০১:৫২ পিএম
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি ভুরঘাটা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কের দুইপাশে কয়েকশ’ যানবাহন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে এই কর্মসূচি তুলে নেয়া হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩শ’রও বেশি কলেজ সরকারিকরণ করলেও দক্ষিণাঞ্চলের অন্যতম এই কলেজটি সরকারিকরণ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত চারদিন ধরে মানববন্ধনসহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তারা বলেন, যতদিন এই কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণ করা না হবে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবে কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!