• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণা: ঋণ সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত


জ্যেষ্ঠ প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০১৮, ০৭:২১ পিএম
মুদ্রানীতি ঘোষণা: ঋণ সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত

ঢাকা: আগামী ছয় মাসে দেশে সরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই থাকবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে সেই প্রক্ষেপনই দিল দেশের অর্থনীতির একখাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

সরকারি খাতে ঋণপ্রবাহ অপরিবর্তিত রেখে বিনিয়োগ সহায়ক পরিবেশ বজায় রাখতে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির ২০১৭-১৮ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি ঘোষণা করেন।

একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থ সরবরাহ বাজয় থাকবে, বিনিয়োগ পরিস্থিতী, ঋণের পরিমাণ, মূল্যস্ফীতির হার কেমন হবে তার একটি আগাম ধারণা বা পূর্বাভাস দেয়ার পরিকল্পনা থাকে মুদ্রানীতিতে। বাংলাদেশ ব্যাংক বছরে দুই বার অর্থ্যাৎ ছয় মাস অন্তর অন্তর পরবর্তী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করে।

নতুন মুদ্রানীতিতে গভর্নর বলেন, অভ্যন্তরীণ ঋণ যোগানের বেসরকারি খাতের অংশের প্রবৃদ্ধি আগেকার ১৬ দশমিক ৩ শতাংশ মাত্রার চেয়ে উচ্চতর ১৬ দশমিক ৮ শতাংশে প্রক্ষেপিত হয়েছে। সরকারি অর্থায়নে ব্যাংক ঋণের ব্যবহার কমে যাওয়ায় বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ বাড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চলতি অর্থবছরের প্রথমার্থের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ বিতরণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেবে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৯ শতাংশে উঠেছে।

অন্যদিকে নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণ প্রবাহের লক্ষ্যমাত্র আগের মতোই ১৫ দশমিক ৮ শতাংশে স্থির রাখা হয়েছে।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!