• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলা

মুফতি হান্নানের চূড়ান্ত রায় বুধবার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৬, ০২:৫৪ পিএম
মুফতি হান্নানের চূড়ান্ত রায় বুধবার

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা ও তিনজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নানসহ দুই আসামির করা আপিলের শুনানি শেষ। বুধবার (৭ ডিসেম্বর) চূড়ান্ত রায় ঘোষণা করবেন আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে আসামি পক্ষে ছিলেন মোহাম্মাদ আলী।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় হাইকোর্টে বিচারিক আদালতের রায় মৃত্যুদণ্ড বহাল থাকায় দুই আসামি হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষস্থানীয় নেতা মুফতি আবদুল হান্নান ও হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল আপিল করেছিলেন।

২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!