• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মেহেরপুর প্রতিনিধি আগস্ট ৩, ২০১৭, ০১:১৯ পিএম
মেহেরপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুর: জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রাজন হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

বুধবার (২ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজন হোসেন মেহেরপুর শহরে পোষ্ট অফিস নতুন পাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

অভিযানের নেতৃত্বে ছিলেন- জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, রাজন একজন মাদক ব্যবসায়ী। ফেনসিডিল বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ১শ’ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয় ডিবি।

ওই ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছে এবং এর ক্রেতা কারা সে বিষয়ে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তার নামে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

ওই মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মেহেদি হাসান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!