• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়র আরিফের জামিন নামঞ্জুর


সিলেট প্রতিনিধি অক্টোবর ৩১, ২০১৬, ০৩:৪৬ পিএম
মেয়র আরিফের জামিন নামঞ্জুর

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ ওই আবেদন নাকচ করে দেন।

আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, আরিফুল হক চৌধুরী একই ঘটনায় হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বিস্ফোরক মামলাটি ইতিপূর্বে হবিগঞ্জ থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইবুলনালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার জন্য মামলাটি পুনরায় হবিগঞ্জে ফেরত পাঠানো হয়।

সোমবার ওই মামলায় আরিফুল হকের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে দেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন।

এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!