• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবস পালিত


মৌলভীবাজার প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০১৬, ০৫:৩১ পিএম
মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবস পালিত

মৌলভীবাজার : নানা কর্মসূচির মধ্যদিয়ে মৌলভীবাজারে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদ সাবেক প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা জাসদ সভাপতি আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ। পরে  জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।

১৯৭১ সালে আট ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা মরনপণ লড়াইয়ের মধ্য দিয়ে পাক বাহিনীকে বিতাড়িত করে মৌলভীবাজারকে শত্রুমুক্ত করেছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!