• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ট্রেনে পেট্রলবোমা হামলা


ময়মনসিংহ প্রতিনিধি আগস্ট ২১, ২০১৭, ০৪:৫৩ পিএম
ময়মনসিংহে ট্রেনে পেট্রলবোমা হামলা

ফাইল ছবি

ময়মনসিংহ: জেলার গৌরীপুরের শ্যামগঞ্জে যাত্রীবাহী ট্রেন, রেললাইন ও প্ল্যাটফর্মে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে এ হামলা হয়।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ ও ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ওসি আবদুল মান্নান ফরাজী এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে চারটি, রেললাইনের ওপর তিনটি ও স্টেশনে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ছাদের ওপর একটি বোমা নিক্ষেপ করে। এ সময় ট্রেন ও স্টেশনের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্যামগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিউদ্দিন জানান, এ ঘটনায় তিনি ময়মনসিংহ জিআরপি থানায় একটি অভিযোগ করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!