• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন


যশোর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৮:৫৬ পিএম
যশোরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন

যশোর: ‘পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ স্লোগান সামনে রেখে রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সাত দিনব্যাপী সেবা সপ্তাহ শুরু হয়েছে।

পাসপোর্ট করতে আগ্রহীদের সহায়তার জন্যে কার্যালয় চত্ত্বরে একাধিক সহায়তা বুথ বসানো হয়েছে। অনলাইনে ব্যাংকের মাধ্যমে টাকা জমা, অনলাইনে আবেদন ফরম পূরণ, ছবি তোলা, আবেদন পত্র জমা দেয়াসহ বিভিন্ন সেবা নাগরিকেরা একই ছাতার নিচ থেকে পেয়ে যাবেন।

রোববার সকাল ১০টায় ফিতা কেটে সেবা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক হুমায়ুন কবীর।

কর্মসূচির সভাপতিত্ব করেন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. জামাল হোসেন।

এসময় বক্তব্য দেন, ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি এমআর খায়রুল উমাম, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

উপ-পরিচালক জামাল হোসেন বলেন, পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে একাধিক হেল্প ডেস্ক (সহায়তা বুথ) বসানো হয়েছে। আগামী সাতদিন পাসপোর্ট নিতে আগ্রহীরা এখান থেকে ব্যাংকে টাকা জমা, আনলাইনে আবেদন ফরম পূরণ, ছবি তোলা, আবেদনপত্রসহ যাবতীয় কাজ করতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!