• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে সিএনজি উল্টে দুই শ্রমিক নিহত


যশোর প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৭, ০২:১৬ পিএম
যশোরে সিএনজি উল্টে দুই শ্রমিক নিহত

যশোরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে দুই শ্রমিক নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ভদু ঢালীর ছেলে লাভলু (৪০) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ (৩০)। আহতরা হলেন, একই এলাকার আসাদ (৩৫), শওকত (২৫), সাইদুর (২৬), সোহেল (২৬), জাকির (২৫), আশরাফুল (৩০), উজ্জ্বল (৩০) ও অজ্ঞাতপুরুষ (৪৫)। হতাহতরা সবাই স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিক।

দুর্ঘটনায় দুইজন নিহতের খবর নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, ঘাতক বাসটিকে জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে দশ জন শ্রমিক চৌগাছার ফুলসারা এলাকা থেকে সিএনজিতে চড়ে কর্মস্থল যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। শ্রমিকরা সিএনজি থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ শ্রমিকই আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান। আহত মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে ফরিদের মৃত্যু হয়। বাকীরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!