• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবককে পেটানোর ঘটনায় প্রতিবেদন দিতে হবে পুলিশকে


আদালত প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০১৭, ০১:২৭ পিএম
যুবককে পেটানোর ঘটনায় প্রতিবেদন দিতে হবে পুলিশকে

ঢাকা : যশোরে  ঘুষের দাবিতে এক যুবককে থানায় বেঁধে পেটানোর ঘটনায় আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো: কাজী রেজাউল হক নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ যশোর পুলিশের এসপির প্রতি এ আদেশ দেন। বুধবার (২৫ জানুয়ারি) নির্যাতনকারী সেই দুই পুলিশ কর্মকর্তা আদালতে হাজির হয়েছিলেন। পাশাপাশি সেই যুবক আবু সাঈদও আদালতে হাজির হয়েছিলেন।

সম্প্রতি দুই লাখ টাকা ঘুষ দাবি করা হলেও শেষ পর্যন্ত আবু সাঈদ (৩০) নামের ওই যুবক ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। আবু সাঈদ যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে।

গত ৫ জানুয়ারি আবু সাঈদ (৩০) আটক করেন যশোর কোতোয়ালি থানার গোয়েন্দা টিমের এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান। পরে তার কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন ওই দুই কর্মকর্তা। ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডক্যাপ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে বাস দিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়।

এ ঘটনাটি প্রতিবেদন আকারে পত্রিকায় আসার পর হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে স্ব:প্রনোদিত হয়ে রুল জারি করেন আদালত। এবং তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে আজ আদালতে তারা উপস্থিত হন। উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!