• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে কিশোরকে পিটিয়ে হত্যা


চাঁদপুর প্রতিনিধি এপ্রিল ১৭, ২০১৮, ০৭:২৬ পিএম
যে কারণে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

চাঁদপুর: মিথ্যা ডাব চুরির অপবাদে কাউছার (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে জেলার হাজীগঞ্জে হান্নান ফিলিং স্টেশন সংলগ্ন প্রবাসী শাহীন গাজীর বাড়ির সংলগ্ন ফসলের মাঠে হত্যার এ ঘটনা ঘটে। কাউসার উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেন্দ্রা ঘাসিপুর গাজী বাড়ির দিনমজুর কালু গাজীর বড় ছেলে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে পুলিশ। এ ঘটনায় হান্নান (৫৫) ও রাকিবকে (২২) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক রাকিব জানায়, সোমবার (১৬ এপ্রিল) রাতে কাউছার তার ভাতিজা হৃদয় ও রবিনকে নিয়ে শাহীন গাজীর বাড়িতে ডাব খেতে গেলে হান্নানের ছেলে তাকে চুরির অপবাদ দেয়। পরে হাসান আমাকে সঙ্গে নিয়ে কাউছারের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানের হাতে থাকা লাঠি দিয়ে কাউছারকে আঘাত করে।

এ সময় ভাতিজা হৃদয় ও রবিন পালিয়ে গিয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তারা সেখানে ছুটে যান। এর আগেই হাসানের লাঠির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কাউছার। পরে তাকে স্থানীয় ও পরিবারের লোকজন মিলে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে মঙ্গলবার সকালে হাসানের বাবা হান্নান ও বাচ্চু মিয়ার ছেলে রাকিবকে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করে।

হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হই। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইএম

Wordbridge School
Link copied!