• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যেখানে মাদক, সেখানেই অভিযান


ফরহাদুজ্জামান ফারুক, রংপুর জুন ২৩, ২০১৮, ০৮:১৯ পিএম
যেখানে মাদক, সেখানেই অভিযান

রংপুর : যেখানেই মাদক বিক্রি ও সেবন হবে, সেখানেই অভিযান চালাবে পুলিশ। এদেশের তরুণ যুব সমাজকে ধ্বংস থেকে বাঁচাতে হবে। মাদকবিরোধী অভিযানে কাউকেই ছাড় দেয়া হবে না। কারণ প্রধানমন্ত্রী মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণার পরেই রংপুর বিভাগে পুলিশ বাহিনী বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে। সাফল্যও পেয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। কথাগুলো বলেছেন- বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম।

শনিবার (২৩ জুন) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে গত মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি ফারুক বলেন, মাদক বিরোধী অভিযানে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার হতে হবে। সকলকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে কেউই ছাড় পাবে না।

সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্যে রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মো. মজিদ আলী বিপিএম, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাদের, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আ‏হমদ, দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম, রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (কমান্ড্যান্ট, অতিরিক্ত দায়িত্বে, আরআরএফ, রংপুর) মো. আব্দুল লতিফ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সভায় রংপুর রেঞ্জের গত মে মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

এ ছাড়াও ওই সভায় রংপুর রেঞ্জে কর্মরত বিভিন্ন পর্যাযের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের মে মাসে অত্র রেঞ্জের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!