• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে একদিনে চারজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, রংপুর জুন ৯, ২০১৭, ০৩:৩২ পিএম
রংপুরে একদিনে চারজনের মৃত্যু

রংপুর: জেলায় তিনটি পৃথক ঘটনায় একদিনেই চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৯ জুন) সকালে রংপুর মহানগরীর রাধাবল্লভ এলাকায় কর্নেল মুকিতের পারিবারিক বাড়িতে শৌচাগারের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে গৌরাঙ্গ ও হাসান আলী নামে দুইজন শ্রমিক নিহত হয়েছে। নিহতের মধ্যে গৌরাঙ্গের বাড়ি গঙ্গাচড়া উপজেলায় আর অপরজনের বাড়ি নগরীর দামোদরপুর বড়ময়দান এলাকায়।

এদিকে শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে নগরীর আজিজুল্লাহ গ্রামে শাহিন মিয়ার স্ত্রী বুলবুলি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

এছাড়াও রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মায়াগাড়ি নামাপাড়া গ্রামে হালখাতায় এসে সম্পূর্ণ পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দোকানদারের ছুরিকাঘাতে মারা গেছেন প্রতাপ চন্দ্র (৪২) নামে এক দিনমজুর।

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এঘটনায় অভিযুক্ত দোকানদার রহিদুল্লাহকে আটক করেছে পুলিশ।

এদিকে এসব ঘটনায় নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। এসব মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানায় পুলিশ।

রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রত্যেকটি ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!