• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে লার্নিং এন্ড আর্নিং মেলা শুরু


রংপুর প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০১৭, ০৬:৫১ পিএম
রংপুরে লার্নিং এন্ড আর্নিং মেলা শুরু

রংপুর : ডিজিটাল তথ্য প্রযুক্তির ছোঁয়ায় ফ্রিল্যান্সি, আউটসোর্সিং, প্রশিক্ষণসহ আইটি সেবার বিভিন্ন বিষয়ে তরুণ-তরুণীদের অনুপ্রাণিত করতে রংপুরে দিনব্যাপী শুরু হয়েছে লার্নিং এন্ড আর্নিং মেলা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

এর আগে মেলা উপলক্ষে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি শামিম তালুকদার প্রমুখ।

মেলায় পর্যায়ক্রমে আলোচনা সভা, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং প্রশিক্ষণ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংপুরের আইটি বিষয়ক প্রায় চল্লিশটি স্টল অংশগ্রহণ করে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!