• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রঙিন হয়ে উঠেছে সব বয়সী মানুষের মন


রংপুর প্রতিনিধি জুন ২৭, ২০১৭, ০৬:৪৬ পিএম
রঙিন হয়ে উঠেছে সব বয়সী মানুষের মন

রংপুর: ঈদ আনন্দে মেতে উঠছে রংপুর অঞ্চলের মানুষ। বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভির বিনোদনস্পটগুলোতো। নগরীর প্রয়াস সেনা বিনোদন পার্ক, ফ্যান্টাসি জোন, সিটি চিকলি পার্ক, রংপুর চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভী উদ্যান, টাউন হল চত্ত্বর, তাজহাট জমিদার বাড়ি, জুড়ে যেন শুধুই মানুষের ঢল।

একই চিত্র শহর থেকে একটু দূরের ভিন্নজগত, আনন্দনগর, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্টসহ নগরীর একমাত্র সিনেমা হল শাপলা টকিজেও। যেন ঈদের উৎসবে রঙিন হয়ে উঠেছে ছোট-বড় সব বয়সী মানুষের মন।  

রংপুর নগরী থেকে একটু দূরে নিসবেতগঞ্জের স্মৃতিবিজড়িত রক্ত গৌরব চত্ত্বর ঘাঘট নদীর অংশ বিশেষসহ পাশ্ববর্তী বিস্তৃত নিচু এলাকায় কোলাহলমুক্ত পরিবেশে গড়ে উঠেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক। এখানে সেনা সদস্যদের নিখুঁত কারিগরি পরিকল্পনায় বাঁশ ব্যবহারে সাজানো এ বিনোদন পার্কের মূল গেট পেরিয়ে প্রথমেই চোখে পড়বে অসংখ্য রকমারী দোকান। যেন সমুদ্র সৈকত পাড়ের আদলে দোকানের হাট। নানা রকম পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো।

হস্তশিল্প সামগ্রী, খেলনা, খাবারের দোকান, নদীর বুকে ভাসমান বিলুপ্ত আশির দশকের বেশ কিছু নৌকা নজর কাড়ছে দর্শনার্থীদের। কেউ কেউ আনন্দের মাত্রা বাড়াতে ক্যামেরার ক্লিকে স্মৃতির ফ্রেমে বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো।

অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কোল ঘেষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। সেখানে বিশাল চিকলিবিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন।

বিলের বুকে স্পিডবোর্ড চলছে দ্রুত বেগে এ পাশ থেকে ওপাশ। হৈ হুল্লোরে মেতে উঠছে সবাই। আর বড় বড় ঢেউ এসে ধাক্কা দিচ্ছে বিলের দু’কূলে। ছিটকে আসা জলরাশিতে মজা করছে ছোট বড় সবাই।

এখানে দিনের আলো পুবাকাশে হারিয়ে গেলেই সন্ধ্যায় আকাশে অন্যরকম এক দৃশ্যের অবতারণা দেখা যায়। মেঘের কোলে দোল খেতে খেতে নিভে যায় দিনের প্রদীপ। তখন দূর থেকে ভেসে আসে চিরচেনা ভাওয়াইয়ার সুর।

চিকলি পার্কের মতো ভিন্নজগত, রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভী উদ্যান, ফ্যান্টাসি জোন, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্ট, টাউন হল চত্ত্বরসহ রংপুর মহানগরীর একমাত্র সিনেমা হল শাপলা টকিজেও মানুষের উপচে পড়া ভির দেখা গেছে।

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসা মোকছেদুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, ব্যস্ততা আর ডিউটির মাঝে একটু সময় করে ঘুরতে খুবই ভালো লাগছে।

প্রয়াস বিনোদন পার্কে মেহেদী হাসান আরাবী, মাসফিক হাসান, সুরাইয়া ইসলাম, সিনথিয়া রহমানসহ বেশ কয়েকজন তরুণ-তরুণীরা জানান, নগরীর এতো কাছাকাছি সুন্দর পরিবেশে এসে মন ভরে গেছে। সুশৃঙ্খল পরিবেশে আমরা খুবই খুশি।

প্রকৃতি ও বিনোদন প্রেমীর জন্য অত্যন্ত ভালো বিনোদনের জায়গা রংপুরের বিনোদন স্পটগুলো। আর ঈদ এলে এসব স্পট হয়ে যায় মানুষের ভিরে কানায় কানায় পূর্ণ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!