• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৩:৫০ পিএম
রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে চার ধারায় মোট ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে ৪০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।

আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, আদালত প্রত্যেককে ৪৬৪ ধারায় ৬ বছর ও ৪৬৮ ধারায় ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সবমিলিয়ে ১৪ বছর করে প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে রাগীব আলী ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন বলে অভিযোগ ওঠে। ১৯৯৯ সালে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রাগীব আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!