• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা


রাজশাহী প্রতিনিধি  সেপ্টেম্বর ১০, ২০১৬, ০৭:১১ পিএম
রাবি শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তাঁর ছোট ভাই কামরুল হাসান বাদী হয়ে নগরীর মতিহার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এ মামলা করেন। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ মামলা করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, মৃত্যুর পর ওই শিক্ষকের কক্ষ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। ওই চিরকুটের সূত্র ধরেই আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। তবে এজাহারে কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) একরামুল হক জানান, মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আকতার জাহানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিয়ে স্বজনেরা ঢাকার দিকে রওনা হন। পারিবারিক সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

শুক্রবার শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষকদের জন্য নির্ধারিত জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় শিক্ষক আকতার জাহানকে উদ্ধার করে পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিন দিন আগে থেকে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!