• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রধর্ম নিয়ে রিটকারীদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০১৬, ০৩:৩৩ পিএম
রাষ্ট্রধর্ম নিয়ে রিটকারীদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাঁরা রিট মামলা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকার একটি আদালতে মামলা নেওয়ার আবেদন করেন মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি। ওই আবেদন খারিজ করেছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে ওই আবেদন করেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী জাহিদুর রহমান।

ওই আবেদনে জাতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, সেক্টর কমান্ডার সি আর দত্ত, বদরুদ্দীন উমর, বোরহানউদ্দিন খান ও তাঁদের আইনজীবী সুব্রত চৌধুরীকে আসামি করার কথা বলা হয়।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য রাখেন। পরে বাদীর আইনজীবী জাহিদুর রহমান জানিয়েছেন, আদালত তাঁদের আবেদন খারিজ করেছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, আবেদনকারীদের আবেদনের অধিকার (লোকাস স্টান্ডি) নেই।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক ও সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!