• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রোগী’ সেজে ডেসটিনির এমডি ফের হাসপাতালে


সোনালী বিশেষ অক্টোবর ২৯, ২০১৭, ০১:০৫ পিএম
‘রোগী’ সেজে ডেসটিনির এমডি ফের হাসপাতালে

ঢাকা : দুর্নীতির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। তারপরও ‘রোগী’ সেজে কারাগার থেকে আবারও হাসপাতালে গেছেন তিনি। অথচ তার তেমন কোন রোগ নেই। জটিল রোগ না থাকলেও হাসপাতালেই থাকছেন তিনি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েক দফা খবর প্রকাশিত হওয়ার কারণে কারা প্রশাসন তাকে হাসপাতাল থেকে কারাগারে ফেরত নিয়ে ছিলেন। কিন্তু আবারও তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। লাখো মানুষকে সর্বশান্ত করা রফিকুল আমীনের খুঁটির জোর কোথায়।

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকেও আবার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় গত ২৪ আগস্ট। এরপর থেকে দুই মাস ধরে তিনি হাসপাতালে আছেন। এর আগে গ্রেফতার হওয়ার পর রোগী হিসেবে বেশির ভাগ সময়ই তিনি বারডেম হাসপাতালে ছিলেন।

যদিও গত ৫ আগস্ট রফিকুল আমীনকে কারাগারে ফেরত নেয়া হয়েছিল। প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে তিনিসহ ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হয়েছে।

এর আগে কারাগারে আটক অবস্থায় রফিকুল আমীনকে কারা কর্তৃপক্ষের সহায়তায় কারান্তরীনে থেকেই সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি কারাগারে বসে তিনি নিয়মিত অফিসের কাজ করেন।

এর আগে নানা রোগের দোহাই দিয়ে চিকিৎসার উছিলায় ১৪ মাস ধরে তিনি বিশেষ ব্যবস্থায় বারডেম হাসপাতালে বসে অফিসের যাবতীয় কাজ সারতেন। বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাঠিয়ে দেয়া হয়ে ছিল। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কারাগারে হাসপাতাল থাকলেও অনেকেই অসুস্থ না হয়েও আরাম-আয়েশে থাকতে বাইরের হাসপাতালে ভর্তি হন। সে ক্ষেত্রে ঘুরেফিরে আসছে রফিকুল আমীনের নাম।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কারাগারের একাধিক চিকিৎসক জানান, তদবিরের চাপে প্রভাবশালী আসামিদের তারা হাসপাতালে পাঠান। জটিল রোগ না থাকলেও হাসপাতালেই থাকছেন তারা। ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, চিকিৎসার দরকার হলে তো বন্দীদের হাসপাতালে পাঠাতেই হবে।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এত কড়াকড়ি আরোপ করার পরও আবার কেন তাদের হাসপাতালে পাঠানো হলো সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। কেউ যদি সুযোগ নিয়ে থাকেন এবং কারাগারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা যদি মেলে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাজাপ্রাপ্ত কয়েদিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অন্য হাসপাতালে নেয়ার সুপারিশ করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক বিপ্লব কান্তি বিশ্বাস। জানতে চাইলে বিপ্লব কান্তি বলেন, রফিকুল আমীন কিছুটা অসুস্থ। এছাড়া অনেক সুপারিশ থাকায় তাকে হাসপাতালে পাঠাতে বাধ্য হয়েছেন।

ঢাকার কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, কারাগারের চিকিৎসকের পরামর্শেই তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসার পর দ্রæত কারাগারে ফেরত আনার ব্যাপারে নির্দেশনা রয়েছে। বিলম্ব হলে সেই দায় কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের।

এর আগে বিভিন্ন অজুহাতে আসামিদের দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান নিয়ে গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো প্রকাশের পর রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে সব কয়েদিকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

এছাড়া ভবিষ্যতে এভাবে কয়েদিদের হাসপাতালে না রাখার জন্য কারা প্রশাসনকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা বন্দীদের ব্যাপারে ১৫ দিন পরপর প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু প্রতিবেদন নিয়মিত এলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

সূত্র জানায়, বহুস্তর বিপণনপদ্ধতিতে (এমএলএম) সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলার পর চার্জশিট দাখিল করে দুদক। ডেসটিনি গ্রæপের বিরুদ্ধে করা দুটি মামলার বিচারকাজ গত আগস্টে শুরু হয়েছে।

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫৩ জন এ দুই মামলার আসামি। ইতিমধ্যে এই গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলার বিচার শুরু হয়েছে। মামলায় সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ জামিনে থাকলেও রফিকুল আমীনসহ আরও বেশ কয়েকজন আসামি এখনও জেলে আছেন।

অভিযোগ রয়েছে, রফিকুল আমীন আগে কারাগারে এবং বর্তমানে হাসপাতালে বসেই অফিসের যাবতীয় কাজ চালাচ্ছেন। এর আগে একইভাবে নানা রোগের দোহাই দিয়ে তিনি বারডেম হাসপাতালে

১৪ মাস ধরে সব সুবিধা নিয়ে আসছিলেন। আইনে অনুমোদিত না হলেও এইভাবে সব ধরনের সুবিধার অপরাধে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছিল। এখন তিনি জেলে বসে সেই সুবিধা নিচ্ছেন।

জানা গেছে, নানা উছিলায় রফিকুল আমীন আবারও বারডেম হাসপাতালে আসার চেষ্টা করেন। কারণ, এই হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারি তাকে নিয়মের বাইরে নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন।  

গত ১৩ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুই মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকারি কোষাগারে অর্থ জমা দেয়ার পর জামিনে মুক্তি পাবেন। আদালত গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলেছেন। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের বিক্রির উপযোগী ৩৫ লাখ গাছ বিক্রির জন্য ছয় সপ্তাহ সময় দেয়া হয়েছে।

আদালত বলেছেন, এর পরিবর্তে নগদ আড়াই হাজার কোটি টাকা জমা দিলেও তারা জামিনে মুক্তি পাবেন। কিন্তু উচ্চ আদালত আড়াই হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার শর্তে রফিকুল আমীনকে জামিন দিলেও তিনি ওই টাকা জমা দিতে পারেননি বলে জামিন হয়নি বলে জানা গেছে।

ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকাও জমা দেবেন না। এমনকি একবার জামিন পেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য বলেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সম্প্রতি ডেসটিনির দুই কর্ণধারের জামিন আবেদনের শুনানিতে ডেসটিনির পক্ষের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এমন মন্তব্য করেন। ওই সময় আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

আদালত তখন বলে বলেছিলেন, ডেসটিনির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও এমডির জামিনের পর একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকাও জমা দেবে না। টাকা দেয়া তো দূরে থাক তারা আরও অর্থ বাইরে পাচার করবেন।

আদালত আরও বলেছিলেন, আপনারা শর্ত অনুযায়ী কিছু টাকা পরিশোধ করুন। আপনাদের সব সুবিধা দেব। এরপর আদালত ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়ে আগামী রোববার মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এর আগে গত বছরের ১৩ নভেম্বর ডেসটিনি গ্রুপের গাছ লাগানো প্রকল্পের আওতায় থাকা ৩৫ লাখ গাছ ছয় সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেন আপিল বিভাগ।

ওইদিন আদালত আদেশে বলেছিলেন, ৩৫ লাখ গাছ বিক্রির ২৮০০ কোটি টাকা সরকারকে ছয় সপ্তাহের মধ্যে দিতে হবে। টাকা পাওয়ার পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আপিল বিভাগ জামিন দেবেন বলে আদেশে বলা হয়।

তবে গাছ বিক্রি করে যদি ২৮০০ কোটি টাকা না হয় তাহলে কমপেক্ষ ২৫০০ কোটি টাকা সরকারকে দিলেই জামিন মিলবে ডেসটিনির চেয়ারম্যান ও এমডির। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী, টাকা জমা না দেয়ায় এখনো জেলে রয়েছেন ডেসটিনির এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

কাগজে-কলমে বলা হয়েছে, ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। তবে ‘রোগী’ হিসেবে ২০১৫ সালের ২৬ নভেম্বর থেকে তিনি বারডেম হাসপাতালে ছিলেন। তিনি প্রথম শ্রেণির বন্দীর মর্যাদাও পাচ্ছেন।

সরকারের বিভিন্ন সংস্থার করা তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ হাজার কোটির বেশি টাকা সংগ্রহ করেছে ডেসটিনি। এর মধ্যে প্রায় তিন হাজার ৮০০ কোটি টাকারই কোনো হিসাব নেই। এই অর্থের বড় অংশই পাচার হয়েছে।

২০১২ সালের ১৩ ফেব্রæয়ারি থেকে শুরু করে আট মাস কাজ করার পর একই বছরের ১ অক্টোবর ৩৮৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয় যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো)। অভিযোগ ছিল, বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসা করা, অর্থ পাচার, অবৈধ ব্যাংকিং, জঙ্গিদের অর্থায়ন, ভুয়া বৃক্ষরোপণ কর্মসূচি চালু, অর্থ আÍসাৎ ইত্যাদি কাজ করছে ডেসটিনি।

প্রতিবেদনে আটটি গুরুতর অনিয়ম উল্লেখ ও ছয়টি সুপারিশ করা হয়। তদন্ত প্রতিবেদনে যেসব দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করা হয়, সেগুলো হলো- ডেসটিনি পরিবারভুক্ত ২২ ব্যক্তির নিজেদের মধ্যে শেয়ার লেনদেন, লোকসানি কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে তহবিল তছরুপ, বেআইনিভাবে প্রতিষ্ঠানের অর্থ পরিচালকদের ব্যাংক হিসাবে স্থানান্তর, চড়া সুদে অবৈধ ব্যাংকিং, বৃক্ষরোপণের নামে অর্থ সংগ্রহ ও অর্থের হদিস না থাকা, উদ্দেশ্য অনুযায়ী কোম্পানি পরিচালিত না হওয়া, ইচ্ছাকৃতভাবে কোম্পানির তথ্য গোপন এবং একচেটিয়া পণ্যের বাজার সৃষ্টি করে চড়া মুনাফায় পণ্য বিপণন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!